স্টাফ রিপোর্ট
এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে মিছিলের স্লোগানে মুখরিত করেছেন কিন্তু সময়ের পরিবর্তনে এখন তারাঁ পরবাসে। তবে পরস্পরের প্রতি টান রয়েছে ঠিকই। তাই ঈদুল আযহাকে উপলক্ষ করে আবারো একাট্টা হয়ে মেতেছেন স্মৃতি কথায়!
ফ্রান্সের প্যারিসে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার সাবেক ছাত্র নেতারা এক ঈদ পূর্ণমিলনীতে এক হন ৩ আগষ্ট সোমবার।
ট্রান্সপোর্ট ধর্মঘট ও কোভিড-১৯ এর কারনে দীর্ঘদিন পর এ আয়োজন বিয়ানীবাজারবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।
কমিউনিটি নেতা নুর আহমদের সভাপতিত্বে ও আকমল হোসেন সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি নেতা আবদুল্লাহ আাল হাছান, সাবেক ছাত্র নেতা আবুল কালাম মু.শরীফ, কমিউনিটি নেতা লোকমান হোসাইন, কমিউনিটি নেতা জুবায়ের আহমেদ, সাইফোজ্জামান রোবেল,আফজল হোসেন, ফয়সল আহমদ, জাকারিয়া আহমদ, এমদাদুজ্জামান সোহাস,হারুনুর রশীদ, উবায়দুল্লাহ কয়েছ, তাইসির মাহবুব রাজন, আশুক আাহমদ,সুমন মাহমুদুল হাসান, নাজিম উদ্দীন, রাজু আহমদ, কামরুল ইসলাম, রোকনুজ্জামান রাসেল, হাবিব মিয়া, জাবেদ আহমদ প্রমুখ।