নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়ন জনকল্যাণ সংস্থা ফ্রান্সের সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্যারিসের একটি অভিজাত রেস্তুরায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন আহমদ।
সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের সম্মানীত উপদেষ্টা হোসেন আহমদ খোকন, আবু তাহের মোহাম্মদ মসউদ, সোয়ান আহমেদ এলিম, সোহেল আহমদ, হোসেন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিয়ানীবাজার ঐক্য-পরিষদ ফ্রান্সের সভাপতি ফয়জুল হক। সভার শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক হাসান খান, সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জাকির, মাহের আহমদ শিপলু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক কয়সর আহমদ, মাছুম আহমদ(দুবাগ), প্রচার সম্পাদক সাহান তালুকদার, দপ্তর সম্পাদক শাহীন আল মাহমুদ, সম্মানীত সদস্য শাকিল আশরাফ হোসেন, সম্মানীত সদস্য মাছুম আহমদ প্রমুখ৷ সভাশেষে সংগঠনকে আরো বেগবান ও গতিশীল করতে সকলের ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা হোসেন আহমদ খোকন ৩১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি এবং সংগঠনের সভাপতি শাহীন আহমদ ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন।
৩১ সদস্য বিশিষ্ট কার্য্যকারী কমিটিঃ
সভাপতিঃ শাহীন আহমদ
সিনিয়র সহসভাপতিঃ বিলাল আহমদ
সহসভাপতিঃ সুমন আহমদ
সহসভাপতিঃ জিল্লুর রহমান
সহসভাপতিঃ আবু তাহের
সহসভাপতিঃ নঈম উদ্দিন চৌধুরী
সহসভাপতিঃ সবুজ আহমদ
সাধারণ সম্পাদকঃ রূবেল আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদকঃ হোসাইন মোহাম্মদ জাকির
সহ-সাধাধারণ সম্পাদকঃ হাসান খান
সহ-সাধারণ সম্পাদকঃ খালেদ আহমদ
সহ-সাধারণ সম্পাদকঃ মাহের আহমদ শিপলু
সাংগঠনিক সম্পাদকঃ কয়ছর আহমদ
সাংগঠনিক সম্পাদকঃ মাছুম আহমদ(দুবাগ)
সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মামুন
কোষাধ্যক্ষঃ জাহাঙ্গীর আলম বাপ্পি।
সহ-কোষাধ্যক্ষঃআহমেদ আবু শরীফ (খাড়াভরা)
প্রচার সম্পাদকঃ সাহান তালুকদার
সহ-প্রচার সম্পাদকঃ জামিল আহমদ(দুবাগ)
দপ্তর সম্পাদকঃ শাহীন আল মাহমুদ
ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদকঃ জাহাঙ্গীর আলম (মেওয়া )
সমাজকল্যাণ সম্পাদকঃ আরাফাত সালাম
ক্রীড়া সম্পাদকঃ শরীফ আহমদ(পাজ্ঞিপুরী)
ধর্মবিষয়ক সম্পাদকঃ হাফিজ জাহাঙ্গীর আলম
আইন ও শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মামুন(মেওয়া)।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ আলাল আহমদ
কার্য্যকারী সদস্যঃ
আশরাফ হোসেন শাকীল
মাছুম আহমদ(পাঞ্জীপুরী)
মাজেদ আহমদ
কামরুল ইসলাম
জুনেদ আহমদ (মেওয়া)
৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদঃ
প্রধান উপদেষ্টাঃ হোসেন আহমদ খোকন
সদস্যঃ আবুতাহের মোহাম্মদ মসউদ
সদস্যঃ সোয়ান আহমেদ এলিম
সদস্যঃ সোহেল আহমদ
সদস্যঃ কামাল আহমদ
সদস্যঃ সাহেদ আহমদ
সদস্যঃ হোসেন আহমদ