মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মতবিনিময় ও বিজয় দিবসের আলোচনা




নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মতবিনিময় ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ ক্যাথসীমার একটি রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জহির) এর সঞ্চালনায় আয়োজিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান। পরে সমবেত সকলের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাধীনতার পর আশ্বাস দেওয়া ব্যতিত কোন সরকারই জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয় নাই। তিনি বলেন, আর কোন সরকারের আশ্বাস নয় এবার সরকারকে প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ (মড়ল), তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে প্রবাসী সরকারের তহবিল গঠন,
আন্তর্জাতিক সমর্থন ও জনমত গঠনে প্রবাসীদের অবদান এবং পরে দেশের অর্থনৈতিক ভিত্তি যাদের হাত দিয়ে তৈরি হয়েছে, সেই প্রবাসীরা সব আমলেই দেশে বঞ্চনা-লাঞ্ছনার শিকার হয়েছেন।

বক্তারা আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশী প্রবাসী, বাংলাদেশে ৩০০ টি সংসদীয় আসন আছে ১২ কোটি ভোটার আছে তার মধ্যে প্রায় দেড় কোটি ভোটার বর্তমানে কর্মসূত্রে বাস করছেন প্রবাসে, যা মোট ভোটারের প্রায় ১৫ শতাংশ। গড়ে প্রায় ৫০ হাজার ভোটার প্রবাসে কর্মরত, প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিলেও আজও তা কার্যত আলোর মুখ দেখেনি। অথচ বিশ্বের বিভিন্ন দেশের সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে আসন। বাংলাদেশ প্রতি বছর ২০ মিলিয়ন রেমিটেন্স আয় করে
প্রতি বছর এই রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। বাংলাদেশের প্রায় সবাই একবাক্যে স্বীকার করবেন, বৈশ্বিক মহামারি, করোনাভাইরাস ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অর্থনৈতিক মন্দার মধ্যে শ্রীলংকা পাকিস্তান সহ অনেক দেশ দেউলিয়া ঘোষণা করা হয়েছিলে বাংলাদেশ এখনও যতটুকু টিকে আছে, তা মূলত প্রবাসীদের জন্য, বিবিসির সূত্রমতে, ২০২২ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন ডলার। বাংলাদেশের মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশই আসে প্রবাসীদের রেমিট্যান্স থেকে,প্রবাসীদের ভোটাধিকার আমাদের দীর্ঘ দিনের একটা দাবী এবং নির্বাচন কমিশন চাইলে কিন্তুু এর সুষ্ঠু সমাধান করতে পারে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন বলেন,রাষ্ট্র থেকে কোনও সুযোগ-সুবিধা না নিয়েও তারা নিজেদের কষ্টার্জিত উপার্জন দিয়ে রাষ্ট্রের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন; অর্থনীতির চাকা গতিশীল রাখছেন। অথচ অর্থনীতির চাকা সচল রাখা এসব মানুষের প্রতি রাষ্ট্র দায়িত্ব পালন করে না।

সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন। বলেন প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিতে হবে সবার আগে। জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক প্রবাসী জমি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন সমস্যায় পড়ে। তারা দেশে এসে বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হন।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি অংকুর দাশ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান সহ আরো অনেকে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ প্রবাসীদের যৌক্তিক দাবি গুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: