নিজস্ব প্রতিবেদক :
প্যারিসে বর্ণিল আয়োজনে “দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন ফ্রান্স”-এর দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ মেট্রো-হোসের একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও মেহেদী হাসান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক সদস্যবৃন্দদের উপস্থিতিতে প্রধান অতিথি প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান নবগঠিত কমিটি ঘোষণা করেন।
সর্বসম্মতিক্রমে সাঈদুর রহমান সাঈদ সভাপতি এবং হিরন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান সুমন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি মোহম্মদ আলী, মীর আরিফ, সেন্টু ভুইয়া, রাকিব হোসেন, নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সুমনসহ ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের মূল লক্ষ্য ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জের প্রবাসীদের সেবা ও বাঙালি সাংস্কৃতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়া৷
অনুষ্ঠান শেষে ব্যান্ডশিল্পী রাজিবসহ সংগঠনের সদস্যরা আনন্দ-আড্ডা আর গানে গানে মেতে ওঠেন।