মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় ক্ষতিগ্রস্ত ৩৫২ স্কুল




আন্তর্জাতিক ডেস্ক.

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫২টি স্কুল। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা ও শিক্ষা-কেন্দ্রিক এনজিও বলছে, ক্ষতির ফলে ৪ লাখ ৭০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অর্ধেকের বেশি (৫২ শতাংশ) মেয়ে। খবর আল-জাজিরার।

তিনটি গভর্নরেটে (গাজা, খান ইউনিস ও উত্তর গাজা) ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি, মোট ক্ষতির ৭৪ শতাংশ। প্রায় ৯০ শতাংশ স্কুল ভবন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় ওসিএইচএ বলছে, ৭ অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে ৩০৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৭৯টি শিশু।

নিহতদের মধ্যে ২৯৮ জন ইসরায়েলি বাহিনীর হাতে, আটজন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে ও অন্যজন বাহিনী বা বসতি স্থাপনকারীদের মাধ্যমে নিহত হয়েছেন। ২০২৩ সালে পশ্চিম তীরে মোট ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: