সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

এসো ঈদগাহে প্রার্থনাব্রতী




এসো ঈদগাহে প্রার্থনাব্রতী

বদরুজ্জামান জামান

উচ্ছ্বাস উদ্দীপ্ত এই জাহান, বিশ্বাস অবিশ্বাসে
গড়ে উঠা সুখস্পর্শে অভিভূত প্রণয়ী তুমি।
আজ স্বর্গীয় খুশির কিঞ্চিৎ আবহে আমরা
দেখো আকাশ জমিন চোখের পাতায় আপ্লুত
দীন-হীন সব বিভেদের রেখা মুছে সর্বাত্মক একাকার।
খোদায়ী বিধান সূত্রে আমরা মানুষ মহাজাগতিক
সুনির্মল ধ্যানী চোখে দেখো জাগতিক কর্মধারা
কত নিঃশ্ব অসহায় সাময়িক ঠুনকো সব কর্মসূচি।
সদ্য বিদায়ী আত্মশুদ্ধির মাস বিস্তৃত কৃত কর্মসূচি
কর্মময় হোক স্তরান্তর ভেদ করে সর্বময় জীবনে।
এসো ঈদগাহে প্রার্থনাব্রতী আঁকি ঐক্যের চুম্বন স্বারক
ক্ষমার উদ্যানে ভষ্ম হোক পাপের গারদ
সব চাওয়া প্রত্যাশা মন্জুরিত হোক সঞ্চিত হোক অনন্তের পাথেয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: