বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নদীপ্রেম নদীমায়া




  • ফায়সাল আইয়ূব

 

০১. কুশিয়ারা

তোমাকে কখনো আমি ভুলি নাই নদী
ছলাৎ-ছলাৎ-মায়া ডাকে আজোবধি
ডাকে ঘাট, খেয়া নাও
বাঁশঝাড়ে ঘেরা গাঁও…
জীবনের মতো নদী চলে নিরবধি।

০২. সুরমা

তোমাতে সাঁতার কেটে জুড়িয়েছি প্রাণ
আকৈশোর তোমাকেই করিয়াছি পান
শ্রমিকের ঘাম শুষে
কিনব্রীজ থাকে ফোঁসে…
তোমাতে দেখেছি কতো জীবনের গান।


০৩. টেমস

লিটল ভেনিস সে তো ছড়ার শহর
ছড়ার সমষ্টি নদী— জলের নহর
আই আর বিগবেন
স্টিমারের সাইরেন…
জলেই জীবন নাচে— প্রাণের বহর।

০৪. সেইন

বাতির নগরে তুমি বয়ে যাও রোজ
প্রেমের চাবিরা হয় তোমাতে নিখোঁজ
তুঘেফেল কূলে ধরে
ডেকে যাও নিজ পরে…
প্রেমিকেরা নিয়ে থাকে নদীদের খোঁজ।

মে ০১, ২০২০ ।। প্যারিস, ফ্রান্স ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: