-
ইমতিয়াজ সুলতান ইমরান
ঠোঁটমুখ ঢেকে গেছে দাড়িগোঁফ কেশে
আয়নায় রূপ দেখি— পাগলের বেশে!
বউ বলে, এইবার হয়ে গেছো কবি
ক্যামেরায় ধরে রাখো সাধকের ছবি।
স্মৃতি হোক চিরদিন করোনার কাল
ঘরে বসে হয়েছিল কতো বাজে হাল!
উকুনের বাড়িঘর হয়ে যাক মাথা
ছড়া লিখে ভরে নাও ডায়রির পাতা।
দাড়িগোঁফ খুঁচা দেয়! বউ করে ফান
দিনরাত এককথা ঝালাপালা কান!
ডেন্ড্রাফে চুলকায় করে জ্বালাতন
আহা কতো নিষ্ঠুর করোনার ক্ষণ!
বউয়ের কাছে বলি, বুঝলাম আজ
অযথাই শিখেছিলে পার্লারে কাজ।
বিপদের কালে যদি দিতে চুল কেটে
ভালোবাসা ভাইরাল হয়ে যেত নেটে।
বউ বলে, খুশি হয়ে! তবে তাই হোক
আমাদের ভালোবাসা দেখে নিক লোক!
বউ দিলো চুল কেটে তুলতুলে হাতে
ঘরে থেকে লড়ে যাব করোনার সাথে।