শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

আব্দুল আলিম ডালিম’র কবিতা




করাত কলে কস্ট কাটি
৷।আব্দুল আলিম ডালিম।।

একদা আমি ভীষণ বোকা
অর্থ দিয়ে কস্ট কিনি, সস্থা সদাই-
শ্রমে ঘামে নিজে পুড়ি, সময় পুড়াই
কস্ট কিনে আনন্দ পাই।

আমি কি আর বুঝতে পারি ব্যবসাপাতি
শরীর, মন-দীপজ্বলা রূপ পন্য যে হয়,
বিক্রী যে হয় হাটবাজারে হাজার দরে
ব্যবসা বুঝা এত্তো সহজ-
লাভ ক্ষতির অই জঠিল হিসেব?
আমি যে এক প্রেমিক পুরুষ
নিজে ডুবি, নিজেই ভাসি-
সকাল সন্ধ্যা কিংবা রাতে
আটকে থাকি নীল নয়ণে
বিমোহিত, বিনম্র হই;
ভেজা নয়ণ করলে ঋণী-
অর্থকরী কস্ট কিনি।

এখন আমি একটু চালাক
মজুদ করা কস্ট অনেক অবিক্রীত
করাত কলে কস্ট কাটি
কস্ট পুড়াই সিলিন্ডারে
গ্যাসের চুলায় অনল জ্বেলে
কস্ট যেনো কয়লা কণা ইটের ভাটায়-
পুড়ে পুড়ে লাল হয়ে যায়
নীল রঙের অই কস্টগুলো।

আমি এখন কস্ট বেঁচি ফেরি করে
হরেক রঙের কস্ট বেঁচি, ব্যবসা বুঝি;
ভাবছি এখন দোকান দেবো কস্ট দিয়ে
অচিনপুরের গলির মোড়ে,
কপিকলে ঝুলিয়ে রেখে
মাল্টিকালার কষ্ট কণা ও যন্ত্রণা
জমবে আবার সদাইপাতি- দিবারাতি
করাত কলে কস্ট কাটি।

(লন্ডন ৩১/০৩/২০২৩)

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: