অনন্তসুখ সন্ধানে
.
নির্বেদ, অনুতাপ ধ্যানে হই সজ্জিত ,
কৃতকর্মের দংশনে হই লজ্জিত।
পুণ্যার্জনের শপথে ,
এসো ধর্মীয় সুপথে ।
অনন্ত সুখের সন্ধানে হই সজ্জিত।
…….
কবর জীবনে যদি
.
প্রতিদিনই শুনছি মৃত্যুর খবর ,
হয়তো প্রতীক্ষারত আমার কবর।
কবর জীবনে যদি
সুখ বয় নিরবধি ।
এমন মৃত্যুতে কেন হবে না সবর ?