বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর কবিতা : আসুন মর্তে মেতে থাকি




আসুন মর্তে মেতে থাকি

আসুন, মর্তে মেতে থাকি, স্বর্গীয় সুখ
আর মানবিক উল্লাসে,
জীবন কেমন,
চলছে যেমন
কি লাভ সেটা জেনে,
কী-ই বা হবে এতো
নিয়ম মেনে ?
চলে যাওয়াই যখন নিয়তি
মেতে থাকায়, কী ক্ষতি ?

আসুন, স্বর্গীয় উল্লাসে মেতে উঠি মর্তে
আজ হোক কাল হোক
হাহুতাশ কিংবা শোক
চলুক বা না চলুক,
চলে তো যেতেই হবে
চিতায় বা গর্তে,
আসুন, মর্তে মেতে থাকি, স্বর্গীয় উল্লাসে
মানবিকবোধ আর দ্বিধাহীন শর্তে।

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: