শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বদরুজ্জামান জামান-এর কবিতা




ক্ষয়িষ্ণু আয়ু ভিড়ছে সীমান্তে
বদরুজ্জামান জামান

মৃত্তিকার মানচিত্রে নদী পাহাড় সমুদ্র
আকাশের উপর আকাশ দৃশ্যের ভিতর এবং বাইরে
মানুষের সর্বোচ্চ জাগতিক বিচরণ কিংবা চারণ ক্ষেত্র,
যেখানে ক্রমশ ক্ষয়িষ্ণু আয়ু ভিড়ছে সীমান্তে
আরো একধাপ এগিয়ে এলো আমাদের সায়াহ্ন।

আমরা খুশীর মগ্নতায় বরণ করি-
একেকটি নতুন বছর বেহিসেবি ধ্যানে
যেখানে ধেয়ে আসছে সীমান্ত পাড়ির স্বাগত অভিবাদন ।
মহাকালের গহ্বরে বিলীন অগণিত নববর্ষ
আর কালের সাক্ষি পাহাড় সমুদ্র নদী আকাশ।

বিশ্বাস আর অবিশ্বাসের দোলাছলে ভরা
এই পৃথিবীর সব আয়োজন একদিন হারিয়ে যাবে
যেমন হারিয়ে যায় একেকটি বছর কালের গহ্বরে ।
আসুন সন্তর্পণে খুঁজি পূর্ণ করি অনন্তের শূন্য পাত
যেন জাগতিক প্রাপ্তি প্রত্যাশার ব্যাপ্তিই না হয় অভিশাপ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: