জয়পুরহাটে প্রথম বারের মতো দুইদিন ব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ও ২৯ আগস্ট।
চিলড্রেন্স ফিল্ম সোসাইটি (সি এফ এস) জয়পুরহাট শাখা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু চলচ্চিত্র উৎসবটি। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে উৎসব।
বিশ্বের পাঁচটি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দেশ গুলো হচ্ছে- ভারত, ইংল্যান্ড, থাইল্যান্ড, ইটালি ও স্বাগতিক বাংলাদেশ।
সাংস্কৃতিক সংগঠক আহমেদ মোশারফ নান্নু আহ্বায়ক, মাহমুদুল ইসলামকে সদস্য সচিব ও ইশরাত জাহান সাথীকে সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট একটি উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।