সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুনরায় দূতাবাস খুলছে ইরান-যুক্তরাজ্য




স্টাফ রিপোর্টার,

ইরানে প্রায় চার বছর বন্ধ রাখার পর আবারো দূতাবাস খুলছে যুক্তরাজ্য। এদিকে যুক্তরাজ্যেও ফের চালু হচ্ছে ইরানি দূতাবাস।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, তিনি রবিবার ইরানে যুক্তরাজ্যের দূতাবাস উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ইরান যাবেন। ২০০৩ সালের পর যুক্তরাজ্যেও প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হ্যামন্ড ইরান যাচ্ছেন।
606ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসে বিশ্বের ছয় জাতির সঙ্গে তেহরানের একটি চুক্তি হওয়ার কয়েক সপ্তাহ পর তিনি এই সফর করছেন।

তিনি বলেন, দুই দেশের দূতাবাস পুনরায় চালু দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রাথমিকভাবে ইরানে যুক্তরাজ্যের দূতাবাসে অজয় শর্মাকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব দেয়া হবে। তবে হ্যামন্ড বলেন, আগামী কয়েক মাসের মধ্যে তা পূর্ণ দূতের পদমর্যাদায় উন্নীত করতে একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচির জের ধরে তেহরানের ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সমর্থন করে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় ২০১১ সালের নভেম্বরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় তেহরান। দুদিন পর তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে হামলা চালায় ইরানের বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যের দূতাবাস। পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসও বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: