গিনিপিগ
পৃথিবীটা আজ এক গবেষণাগার
নরনারী গিনিপিগ কাতারে কাতার
মারছে মানুষ তারা
মানবতা দিশেহারা
শতকোটি বাড়িঘর হলো কারাগার!
০২
দানবেরা বানিয়েছে নিরাকার যম
যমেরা কাড়ছে আজ মানবের দম
থাকবো আগের মতো
ক্ষয়ক্ষতি হোক যতো—
মুখে বলা যায় তবে সেই আশা কম।
মার্চ ৩০, ২০২০ ।। প্যারিস, ফ্রান্স ।