বুধবার, ৩১ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন এর প্রতিবাদী ছড়া ‘ঘৃণা বিশ্ব জোড়া’




ঘৃণা বিশ্ব জোড়া

লোকমান আহম্মদ আপন

মানুষরুপী জন্তু তোরা
জাহান্নামের কীড়া
আজেবাজে কথা বলে
মানুষকে দিস পীড়া।

তোদের কোন ধর্মতো নেই
নেই জাত আর মানও
অন্যধর্মে আঘাত করে
অশান্তিকেই আনো।

বিশ্ব এবং পরপারে
ঘৃণার পাত্র তোরা
তোদের জন্যে পুরো জাতি
ঘৃণ্য বিশ্ব জোড়া।

১০ জুন ২০২২, প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: