বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফায়সাল আইয়ূব’র কবিতা সন্তান




সন্তান

আমাকে হাসায় তারা কখনো রাগায়
বানিয়ে খেলার সাথী অসুখ ভাগায়
বাবাকে বানিয়ে ঘোড়া
পিঠে চড়ে শিশু জোড়া…
শিশুরাই হেসেখেলে পৃথিবী জাগায়।

০২
আমাকে ভাবায় তারা খুশিতে ভাসায়
তারা তো কুড়ায় সুখ তাদের ভাষায়
ধীমান ধীবতী হবে
স্বনাম সুনামে রবে
শিশুরা স্বপন বোনে পিতার বাসায়।

আগস্ট ২৩, ২০১৯ ।। প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: