রবিবার, ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন এর ছন্দবোমা ‘রাণী তুমি ঘুমিয়ে আছো’




রাণী তুমি ঘুমিয়ে আছো

লোকমান আহম্মদ আপন

 

মরছে মানুষ বানে,
রাণী তুমি ঘুমিয়ে আছো
তুলো দিয়ে কানে।

তোমার বায়ে ডানে
সব ঠাকুরের চামচা শালা
ফুসুর ফুসুর গানে
দিচ্ছে তোমায় ঠেলে রাণী
নিচের নরক পানে।

বিশ্ববাসী জানে
বানবাসীদের অবহেলায়
তোমার আসল মানে।

১৯ জুন ২০২২, প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: