মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামানের ‘ভাগ্য রজনী’




ভাগ্য রজনী

‘ভাগ্য রজনী’তে প্রভু পাঠিয়েছেন
জীবণ বিধান গ্রন্থ সন্দেহাতীত
ভাগ্য নির্ধারণের সেই রজনীতে
করো বেশি প্রভুর বন্দনাগীতি ।

তুমি কি জানো ?
‘ভাগ্য রজনী’ !!!
পূণ্যার্জনে সহস্র মাসেরও
জুড়িহীন এই রজনী।

স্বর্গীয়দূত নেমে আসেন পৃথিবীতে
আসেন পবিত্র বিশুদ্ধ আত্মা ,
প্রভুর নির্দেশক্রমে যেন মিলিত
হয় আত্মার সাথে পরমাত্মা ।

তাই করো- প্রভুর বন্দনাগীত
প্রাক সূর্যোদয় বিস্তৃতিতে
অব্যাহত নিরাপত্তা শান্তি
পূণ্যার্জনে ধ্যান অবিস্মৃতিতে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: