শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

এই বুঝি ছিড়বে শিকল




এই বুঝি ছিড়বে শিকল

আবদুল্লাহ আল মামুন

মুক্ত ছন্দ সব আজ ফ্যাকাসে দ্বন্দ্ব
কতক শব্দেরা করে রাজ,
ন্যায়ের দলিলে যাদের ভ্যালু নেই
বিবেকে ধরেছে পঁচন তবু তাদেরই উগ্র নিঃশ্বাস!

রুগ্ন পায়ে হেটে যায় কিছু বচন
গায়ে তাদের দিশেহারা ভাব,
সময় অসময়ে পড়ে যায় নর্দমায়
তুলবার তাড়া নেই সকলের নাকে হাত।

সবগুলো শতাব্দী দলবেঁধে করে অভিযোগ
আমাদের দিয়ে দাও প্রাপ্ত অধিকারটুকু,
চলে যাব চোখের বাহিরে ফিরব না কথা এই
অসহায় সমর্পণে অসুরেরা হাসে।

অতৃপ্তির ছাদে বসে তৃপ্তির হাসি সেই
এ তবে নিয়ন্ত্রণ আমাদের এক,
তবুও নেই ভরসা কেপে উঠে ভিত
যখন চেচিয়ে উঠে বিমল বিবেক।

কে তারে পাগল বলে নর্দমা হতে
শিখলের করুণ শিখায় করেছে বন্দি?
তোমরা কী জানো এরই নাম”সত্য”
যে ছিড়ে এলে হবে না কোনো সন্ধি।

কে সে কোন উম্মাদে বলে তার মৃত্যু হবে?
এ মৃত্যু নয় নব জন্ম ওরে,
ছেড়ে দাও তারে ছেড়ার আগে
আছে যার প্রতীকী আবরণ সকল মজলুম ঘরে।

শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: