মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদ আব্দুল হক’র কবিতা তরুণ অরুণ




তরুণ অরুণ

মোহাম্মদ আব্দুল হক

মায়ের ছেলে শিশুটি নেই হয়েছে বয়সে তরুণ
তবু-ও যদি ঘুমিয়ে থাকে মায়ের অবস্তা করুণ।

ঘুমিয়ে ঘুমিয়ে কবিতা লেখো এখানে তরুণের দল
দেশমাতাকে লুটেরা লুটে খায় জাগো হে অরুণ দল।

এখানে তরুণ জাগে না নিজে জাগাতে সে জানে না
প্রেমিকার আঁচলে জীবন কাটায় দেশের তরে সে-না।

তরুণের দল কি করো বুঝি না
দেশের খবর তোমরা রাখো না!

তোমার দেশেতে এতো-যে দুর্নীতি
ঘুষখোর আছে সরকারি
রাজনীতিতে মড়ক লেগেছে
গণতন্ত্রের মহামারী।

তবু-ও তোমার প্রেমের কবিতা
চোখ খুঁজে শুধু ববিতা সবিতা
করো না বিদ্রোহ করো না প্রতিবাদ
বলো হে তরুণ
নিস্তেজ অরুণ
সইবে কতো আর দুঃশাসনের পদাঘাত?

রক্ত মাংসের দেহখানি তোমার দাসত্বের কারবারী
এতো অন্যায় তবু হলে না মানুষ শানিত তরবারী।।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: