সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফায়সাল আইয়ূব-এর কবিতা ‘মায়াময় পথ’




মায়াময় পথ
ফায়সাল আইয়ূব

বড় বেশি উঁচু-নীচু খাদ আর বাঁধময়
হাঁক আর বাঁকময় মান আর তানময়
পদে পদে জ্ঞানময় তাপ আর শাপময়
ঢুঁশ আর হুঁশময় হরপল জোশময়
ঢেউ আর ফেউময় গালি আর কালিময়
ফুল আর মালিময় গতি আর যতিময়
গান আর প্রাণময় আশা ভালোবাসাময়
স্তূপাকার দুখময় কতিপয় সুখময়
শীত আর গীতময় কাঁটা আর ঝাঁটাময়
আলো আর কালোময় রাশি রাশি জালময়
তারপরও ভালোময় খুব বেশি মায়াময়
জীবনের পথ—

কখন কাহার সাথে এই পথে দেখা হয়
কথা হয় ভাব হয় নব নব খাব হয়
তাতে লাভ-ক্ষতি হয় কারো ফের মতি হয়
রাতগুলো ভোর হয় কখনোবা নূর হয়
বেশি বেশি কাঁদা হয় হাসিটুকু বাঁধা হয়
মনে মনে ফাঁসি হয় সুললিত কাশি হয়
রাগে-অনুরাগে, বলা যায় আগে?

এ পথের শেষ কোথা জানা নেই বলে
স্বপনেরা কিশলয় নাচে আর ঢলে…।

জুলাই ৯, ২০০২ ।। তোপখানা, সিলেট।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: