লোকমান আহম্মদ আপন’র ছড়া BanglaTelegram.net :: 1 April, 2020 8:48 pm কোভিড ওয়ান নাইন কোভিড ওয়ান নাইন তুমি, অনেক করছো ফাইন, তোমার ভয়ে আজরাইলের পিছে সকলের লাইন। কোভিড ওয়ান নাইন তোমার, অনেক কঠিন আইন, তোমার কাছে হার মেনেছে বুলেট, বোমা মাইন। ## প্যারিস, ফ্রান্স। পূর্ববর্তী সংবাদ: আগে জীবন বাঁচান পরবর্তী সংবাদ: যতদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান