ক্রীড়া প্রতিবেদক:
২০২০ ইউরো দুঃস্বপ্নের মতো কেটেছে কিলিয়ান এমবাপ্পের। পুরো টুর্নামেন্টে কোনো গোল করতে পারেননি তিনি। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায় ফ্রান্স।
টাইব্রেকারে দলের শেষ শট মিস করে এমবাপ্পে হয়ে যান খলনায়ক। ফ্রান্সের ফেডারেশন সভাপতি লো গ্রায়েতের মতে, পেনাল্টি ব্যর্থতার পর তাকে আগলে রাখা হয়নি বলেই জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে।
লো গ্রায়েতের এমন মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে টুইটারে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে লিখেছেন, আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে, বিষয়টি পেনাল্টি বিষয়ক নয়। কিন্তু বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।
এমবাপ্পের টুইটের পর ভুল স্বীকার করে সুর বদলে ফেলেছেন লো গ্রায়েত। তিনি বলেন, এমবাপ্পের সঙ্গে আমি একমত। সব বুঝতে পেরেছি। ওর সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। বরং তার প্রতি সবসময়ই টান অনুভব করি আমি।