শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন’র ছড়া ‘করোনা আজ নিত্য সাথী’




 

লোকমান আহম্মদ আপন এর ছড়া
করোনা আজ নিত্য সাথী

পৃথিবীতে করোনা আজ
অতিথি আর নয়
করোনা আজ নিত্য সাথী
তাই পেওনা ভয়।

উড়ে এসে জুড়ে বসে
নিচ্ছিল সে প্রাণ
কিন্তু এখন আগের থেকে
কমছে মরার বান।

মানুষ এখন শিখে গেছে
প্রতিরোধের উপায়
করোনা আর দাঁড়াবেনা
শক্ত হয়ে দু’পায়।

কনোরাকে করতে বিনাশ
আসছে কতো কিছু
ঘাতকব্যাধি করোনা তাই
হটবে ঠিকই পিছু।

কারণ, মানুষ জন্মগতই
যুদ্ধ করা জানে
মানুষ জাতি তাই কিছুতে
সহজে হার মানে?

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: