বিকশিত মুকুল চৌধুরী
মোহাম্মদ আব্দুল হক
#
মানুষের একটা নাম থাকতে হয় —
তাঁর নাম মুকুল চৌধুরী
মানুষ পরিচিত হয়ে উঠে
তিনি পরিচিত হয়ে উঠেছেন —
তিনি মুকুল চৌধুরী পরিচয়ে প্রকাশিত
শুধু কি প্রকাশিত! না।
মুকুল, বাংলা ভাষার এই শব্দের অর্থ —
অর্ধ বিকশিত ফুল
তাতে কি!
এখানে মুকুল চৌধুরী হয়েছেন
প্রস্ফুটিত কবি মুকুল চৌধুরী
পুরোপুরি বিকশিত মুকুল চৌধুরী।।