সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামান’র একগুচ্ছ পঞ্চপদী




১. ভ্রূণ হত্যা অনুক্ষণ
.
রক্তাক্ত সূর্য ছড়িয়েছে রৌদ্রের ঘ্রাণ
ধূসর পৃথিবী মৃত্তিকার গর্ভদান ।
ডিম্বাশয়ে আক্রমণ
ভ্রূণ হত্যা অনুক্ষণ,
নিঃশ্বাস শেষে ভগ্নাংশের অন্তর্ধান ।

২. মুছে যাবে স্মৃতিচিহ্ন
.
নিঃশেষ হবো মুছে যাবে স্মৃতিচিহ্ন
আমি নয় পূর্বপুরুষ থেকে অভিন্ন ।
এই জনপদে আমি
বিস্মৃত দিবস যামী
আঁকি উত্তর পুরুষের উত্তরি চিহ্ন।

৩. স্বঘোষিত বলরাম
.
সর্বগুনে স্বঘোষিত বলরাম যিনি
এবার বহুব্রীহি প্রচারণায় তিনি।
পুরোহিত কিংবা ভান্তে
মৌলভী রজনীকান্তে,
প্রৌঢ়পত্নী প্রসূতি প্রেমে মগ্নও তিনি।

৪. সুখ আছারি
.
আমার সুখে, দুঃখ যাপন নিত্য যার
চিত্ত জ্বালা পরায় মালা গলায় তার।
দুঃখেই যার সুখ
তবু স্বপ্ন ভরা চোখ,
দহন জ্বালা সুখ আছারি ঘূর্ণি পূর্নবার।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: