এক.
তোমাকে জড়িয়ে ধরতে চাই
কিন্তু তুমি অদৃশ্য আর নিরাকার,
চাইলেই ছূঁতে পারিনা, তাহলে আমার
দৃশ্যমান মানেই কি থাকার?
দুই.
এই যে সাগর লেক, সরোবর, পাহাড়, মানুষ
জন্তু দানো,
দেখছি সবি, চোখের সামনে,
তবে আবার কিসের ধাঁধা?
আরে দাদা,
স্পষ্টভাবে দেখার পরেও
এই দুনিয়ার সকলকিছু
অদৃশ্য আর ধাঁধায় বাঁধা।