না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী।
বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তার মৃত্যুর খবর ভেসে এলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
শোক ছুঁয়ে গেছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকেও। তার শোক আর সবার থেকে একটু বেশিই হতে পারে।
কারণ মাদক মামলায় কারাভোগসহ আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল পরীমনির পাশে সুদূর লন্ডন থেকে দাঁড়িয়েছিলেন গাফফার চৌধুরী। পরীকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি।
কিংবদন্তি লেখকের মৃত্যুর খবরে স্মৃতিকাতর পরীমনি জানান, টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন গাফফার চৌধুরী।
প্রয়াতের উদ্দেশ্য করে আবেগতাড়িত হন এ নায়িকা। বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। আপনি আমাদের সাহস দিতেন সবসময়।’
গাফফার চৌধুরীর স্মরণে পরীমনি বলেন, ‘আপনার মৃত্যুর খবরটি শোনার পর অনেকক্ষণ চুপ ছিলাম। অনেক কিছু চোখে ভেসে উঠছিল বারবার। আপনার চেহারা, কানে বাজছিল স্নেহমাখা কথা, আপনার লেখা আমাকে অজস্র টেক্সট।’
এছাড়া তাকে নিয়ে লেখা গাফফার চৌধুরীর ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। এ চিত্রনায়িকা লিখেছেন, আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!