ফ্রান্স প্রতিনিধিঃ
গোলাম মাহমুদ আজমকে আহবায়ক ও মোহাম্মদ আলী চৌধুরীকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
১৭ জুন শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল সাক্ষরিত ফ্রান্সের আহবায়ক কমিটি অনুমোদন দেন।
নবগঠিত ফ্রান্স আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে এবং তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ফ্রান্স স্বেচ্ছাসেবকদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করতে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকল নেতাকর্মীর একান্ত সহযোগিতা কামনা করেছেন।