ইন্টারন্যাশনাল ডেস্ক:
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে গৃহবন্দী দশা থেকে সেনা-নির্মিত রাজধানী নেপিদো’র নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার (২৩ জুন) এ কথা জানায়।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এক বিবৃতিতে জাও মিন তুন বলেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।
গত ২৭ এপ্রিল সু চির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দেশটির আদালত এই নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, জান্তা কর্তৃক মিয়ানমারের ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে ১১টি দুর্নিতির মামলা করা হয়। সেসব মামলার প্রথমটির রায় ছিল এটি। এর আগে, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও টেলিকমিউনিকেশন আইন ভঙ্গের কারণে সু চিকে ৬ বছরের জেল দিয়েছেন আদালত।