ইন্টারন্যাশনাল ডেস্ক:
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবে মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে শিনজো আবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সি শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে।