ইকবাল মোহাম্মদ জাফর:
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির আয়োজনে গত ৩০শে সেপ্টেম্বর শুক্রবার মধ্য ইউরোপিয়ান সময় রাত ১০ ঘটিকায় এবং বাংলাদেশ সময় রাত ২ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কে এম লোকমান হোসেন এবং সঞ্চলনা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ লিঙ্কন মোল্লা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইতালির পালেরমো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্থানীয় মসজিদের ইমাম মোঃ ফজলুল হক এবং ত্রিপিটক পাঠ করেন আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা রুপেশ বরুয়া। দীর্ঘ প্রায় চার ঘণ্টার আলোচনায় ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত অতিথি নেতৃবৃন্দ শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা স্মৃতিচারণ করে বলেন ১৯৮১ সালে যেদিন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন সেদিন বাংলার লক্ষ লক্ষ নর নারী আবাল বৃদ্ধ বনিতা তাকে এক নজর দেখার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে তেজগাঁও এয়ারপোর্টের আশেপাশে ভীড় করেছিলেন। বক্তারা আরো বলেন শেখ হাসিনা একটা ফিনিক্স পাখি। তিনি ধংসস্তুপ থেকে উঠে এসে তার জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি বঙ্গবন্ধু তথা ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বুদ্ধিদীপ্ত সুদক্ষ দূরদর্শী নেতৃত্বগুনে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিনি বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল বাকী, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির, জার্মান আওয়ামী লীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম ও ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, মোবারক আলী ভুঁইয়া বকুল, সাংগঠনিক সম্পাদক কাজল দাস, ফরহাদ উজ্জামান ভুঁইয়া দিপু, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফরহাদ ও সিনিয়র সহ-সভাপতি মজনু আজাদ, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব মিন্টু, জি আর মানিক, ফারুক শিকদার, যুবলীগ নেতা আমিন ব্যাপারী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালেক , সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মোহাম্মদ জাফর, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুইডেন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান, সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্মীয় উপ-কমিটির মোহাম্মদ রিপন ফকির, মুন্সীগঞ্জ রামপাল ডিগ্ৰী কলেজের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।