ডেস্ক রিপোর্ট :
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লীগের শুরু হয়েছে। শনিবার (১৭ জুন) ফ্রান্স ক্রিকেট বোর্ডের উদ্যোগে প্যারিসে অদূরে সারসেল ক্রিকেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মোট ২৪ টি দল এ প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করছে; এরমধ্যে বাংলাদেশি ৮ টি দল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাসহ ক্রীড়ামোদী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মূলতঃ কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লীগ (এফবিপিএল) টি ১০ টুর্নামেন্টের এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্রিত অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম বলেন, এই প্রথমবারের মত এত বড় পরিসরে বাংলাদেশের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন নিঃসন্দেহে ফ্রান্সের মূল ধারায় একটি মাইলফলক তৈরী করবে। স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে এ আয়োজনের মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরো স্পষ্ট পরিচয় এনে দিয়েছে। আগামী প্রজন্ম এ থেকে আরো উৎসাহ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ফ্রান্সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান বলেন, এ আয়োজন এখানকার ক্রিকেটকে বিশ্বে আরো উপরে নিয়ে যাবে, সেই সাথে আন্তঃ সামাজিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার লীগের আয়োজকরা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে এখানকার ক্রিকেটের পরিধি ও পরিসীমা আরও বাড়বে একইসঙ্গে ফ্রান্সের ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও সুসংগঠিত কিংবা সুনামের সাথে তুলে ধরতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে।
প্রথমবারের মত মূলধারার এই ক্রিকেট টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সর করছে শাহ গ্রুপ ও মির্জা গ্রুপ নামের বাংলাদেশি মালিকানাধীন দুই প্রতিষ্ঠান।
শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) বলেন, ফ্রান্স বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই আয়োজনও ইতিহাসের অংশ হিসেবে থাকবে বলে আমি মনে করি।
মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল বার্নার্ড বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ উদ্দীপনায় সুস্থ রাখাই আমাদের এগিয়ে আসার মূল কারণ।