শাবুল আহমেদ :
ফ্ৰান্সে অভিবাসন নতুন আইনের প্রভাব বিষয়ক পটভূমি নিয়ে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘পাখলোমো দ্য রুই’ তথা ‘রাস্তার সংসদ’ নামক মঞ্চনাটক।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের জুরেসের একটি হলে নাটকটি মঞ্চস্থ হয়।
অনুষ্ঠিত এ নাটকে ফরাসিসহ বিভিন্ন দেশের মানুষের পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক প্রফেসর নয়ন এনকে।
পরিচালক ফাবিওনের নির্দেশনায় মোট ৯ টি চরিত্রের মাধ্যমে ২০ মিনিটের এ নাটকে চমৎকারভাবে ফুটে উঠেছে নতুন আইনের কারণে ফ্রান্সে আশ্রয়প্রার্থী ও অনিয়মিত অভিবাসীরা যে বঞ্চনার শিকার হবে তার বিভিন্ন দিক।
অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করাসহ তাদের ভালোভাবে বেঁচে থাকার দাবিতে দীর্ঘদিন ধরে ফ্রান্সে আন্দোলন চলে আসছে। এরই ধারাবাহিকতায় এবার থিয়েটারের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এ মঞ্চনাটকের আয়োজন বলে জানিয়েছেন সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক প্রফেসর নয়ন এনকে।