মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :

প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরার আহবান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দ।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে প্যারিসের উপকণ্ঠে বিডি কমিউনিটি হলে বিজয়ের বায়ান্ন বছর উদযাপন উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ‘বিজয় উৎসব’ অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশি বিভিন্ন রাজনীতিক ও কমিউনিটির ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতিসত্তার মূলভিত্তিই মুক্তিযুদ্ধ। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ নামক মুক্তিযুদ্ধের মূলনীতি তথা চেতনাকে ধারণ এবং লালন করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
আয়োজিত ‘বিজয় উৎসব’ অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ফ্রান্সপ্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: