মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আত্মপ্রকাশ: সভাপতি ফয়ছল, সম্পাদক মিজান




নিজস্ব প্রতিবেদক :

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ এবং প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) প্যারিসের উপকন্ঠ অভারভিলায় শাহজালাল সুইটস এন্ড রেস্টুরেন্টে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ হয়।
ভার্চুয়ালে সংগঠনের আত্মপ্রকাশ এবং দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল।
ঘোষণায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ ফয়ছল উদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক ও ব্যবসায়ী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সহ সভাপতি অলি উদ্দিন শামীম,ট্রেজারার রফিকুল হায়দার।
পরবর্তীতে, অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতিত্ব করেন ফয়ছল উদ্দিন। সভা পরিচালনা করেন যৌথভাবে মিজানুর রহমান, শাহেদ আহমদ।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা সালেহ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অভারভিলা বাংলাদেশ জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বরিশাল বিভাগীয় কমিউনিটির উপদেষ্টা আমিনুর রহমান ফারুখ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, নূর জাহান, শহীদ মিয়া, আকবর খান, আব্দুল বাছিত, সালেহ আহমেদ সালে, শাহজাহান মিয়া, মো: লালা মিয়া এবং সেলিম আহমেদ।


আলোচনা সভা পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দেশ এবং জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অভারভিলা বাংলাদেশ জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুম আহমেদ। আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ী সাদিকুর রহমান, সাংবাদিক চৌধুরী মারূফ অমিত, নজমুল হোসেন, সরোয়ার হোসেন, রাসেল আহমদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসাইন,কামরুল ইসলাম তাপাদার,মোস্তাফিজুর রহমান তারেক,রেজাউল ইসলাম, আল কাদির নাহিদ,রেজাউল হোসেইন,নাবিল রাহাত হোসেন,সজিব ইসলাম,আরিফ, জাকারিয়া জাহেদুল,আলি আশরাফ,জাকির আহমেদ,হাসান আহমেদ,ইমন আহমেদ,এমাদ উদ্দিন,কামাল রাজা,রাশেদ আহমেদ,ফখরুল ইসলাম,মেরাজ চৌধুরী,হোসাইন আহমেদ,কহীনুর মিয়া,আজিজুর রহমান প্রমুখ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: