শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ: আজ ও আগামিকাল নতুন কর্মসূচি




শাহ সুহেল আহমদ:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে প্যারিসে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। শনিবার বিকেলে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে আয়োজিত বিক্ষোভে প্রবাসীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানান।

এ সময় তারা বলেন- ‘দেশের কর্তাব্যক্তিরাই ছাত্রদেরকে গুলির মুখে টেলে দিয়েছেন। ইতোমধ্যে শতাধিক শিক্ষার্থী নিহত হলেও সরকারের টনক নড়ছে না।’

তারা কোটা সংস্কারের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক দাবি উল্লেখ করে বলেন- ‘ছাত্রদের উপর নির্যাতনের স্টিমরোলার এখনই বন্ধ করতে হবে। সেই সাথে সাধারণ ছাত্রদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করে দায়ী পুলিশ অফিসারদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

বিকেল ৬টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫টাতেই রিপাবলিক চত্তর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ ছিল বেশি। এছাড়া অনেক মহিলাকে কোলে শিশু নিয়ে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। এছাড়া শিশুরাও প্লেকার্ড হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে আজ রবিবার ও আগামিকাল সোমবার রিপাবলিক চত্তরসহ প্যারিসে একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে আজ রবিবার রিপাবলিক চত্তরে বিক্ষোভ সমাবেশ। আগামিকাল সোমবার প্যারিসের Porte de la Villette পার্কে (সাব মেরিন সংলগ্ন মুক্তাঙ্গন)-এ ‘সংহারে নেই সংশয়, সম্মূখে যাওয়ার এই সময়’ শীর্ষক সংহতি সম্মিলন আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন সন্ধ্যা ৭টায় স্থাঁ মিউনিসিপ্যালও কর্মসূচির ডাক দিয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: