শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদী সমাবেশ




রাকিবুল ইসলাম:

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী কবি, ছড়াকার, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা মিলিতভাবে বাংলাদেশের সাধারণ ছাত্রদের যৌক্তিক সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমননীতি ও নিরীহ ছাত্রদের হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ প্রতিধ্বনিত করেন।

প্যারিসের সাইন্স সিটি পার্কের মুক্তাঙ্গনে সোমবার বিকেলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সঞ্চালনায় ছিলেন নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল।

সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন কবি বদরুজ্জামান জামান, সাংবাদিক শাহ সুহেল আহমদ, ছড়াকার লোকমান আহমেদ আপন, আবৃত্তি শিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, লেখক ও আবৃত্তি শিল্পী মুহাম্মদ গোলাম মোর্শেদ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম, আহমেদ সেলিম ও কবি আবু জোবায়ের।

উল্লেখ্য, যে গত এক সপ্তাহ ধরে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং নিহত ছাত্রদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে আসছেন। গত শনিবার ও রোববার রিপাবলিক চত্বরে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: