শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ড. ইউনূসের নামে প্যারিসে চত্বর উদ্বোধন




শাহ সুহেল আহমদ:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নামে প্যারিসে একটি চত্বরের নামকরণ হলো। এটি প্যারিসে প্রথম কোনো বাংলাদেশীর নামে তৈরি হওয়া স্থাপনা। চত্বরের নাম রাখা হয়েছে ‘Place du Professor Muhammad Yunus’.

সোমবার (২২ জুলাই) সকালে প্যারিস-১৮ Porte de la Chapelle এলাকায় স্থাপিত চত্বরের উদ্বোধন করেন প্রফেসর ড. ইউনূস ও প্যারিসের মেয়র Anne Hidalgo. উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যালিসা য়াবশিত। এছাড়াও ফ্রান্সের সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চত্বর উদ্বোধনের পর অনুভূতি ব্যক্ত করে অ্যালিসা বলেন- ‘প্যারিসের মেয়র ড. ইউনূসকে যে সম্মান দিলেন, এটি তাঁর প্রাপ্য ছিল। গত পাঁচ বছর থেকে তিনি আমাদের ESS এর সাথে কাজ করছেন।’

অনুষ্ঠানে বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দছাড়াও বেশ কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ ব্যবস্থার জনক হিসেব বিশ্বব্যাপী সমাদৃত।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: