নিজস্ব প্রতিবেদক:
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়ের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আয়োজিত প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বাছিত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভা পরিচালনা করেন শাহেদ আহমদ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সংগটনের প্রধান উপদেষ্টা, সালেহ আহমেদ। উপদেষ্টা নুরখান, হাজি কাওছার, জয়নাল আবেদিন, সামছুদিদন, কমিটির মুরুব্বি শরীফ উদ্দিন সপন, ছাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, সদস্য সাদিকুর রহমান, কোষাধক্ষ্য আলতাফ হোসেন, সদস্য- আমিনুর রাহমান, খালেদ আহমেদ, মাতাব হোসেন, আল কাদির নাহিদ রুকন আহমেদ ও আব্দুল কাইয়ূম প্রমুখ। সভার সমাপনী দোয়া করে দোয়া করেন অবারভিলিয়ে মসজিদের খতিব কারী জিল্লুর রাহমান।