রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

দেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু




অর্থনৈতিক রিপোর্টার:

দেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির তৈরি বাস রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফাদ অটোস জানিয়েছে, প্রথম চালানে ১১টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ভুটানে রপ্তানি করা হয়েছে। কোম্পানির নিজস্ব কারখানায় এসব বাসের বডি বা মূল কাঠামো প্রস্তুত করা হয়।

২০১৭ সালে ভারতীয় গাড়ি নির্মাতা অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় ইফাদ অটোস ঢাকার ধামরাইয়ে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করে। বেসরকারি উদ্যোগে এটিই দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি উৎপাদন কারখানা বলে দাবি করে ইফাদ অটোস।

বাস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, বাস রপ্তানির ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। কারণ, বাংলাদেশ সব সময় বাস আমদানি করে আসছে। সেই জায়গায় ইফাদ অটোসের হাত ধরে প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু হলো। এটি দেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি মাইলফলক।

সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি করা সম্ভব বলে মনে করেন ইফতেখার আহমেদ। তিনি বলেন, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যগুলো ইফাদ অটোসের তৈরি এসি ও নন-এসি বাস নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

ইফতেখার আহমেদ আরও বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। দেশে গাড়ির চাহিদা অনেক বেড়েছে। সেই সঙ্গে গাড়ি আমদানিতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাও ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস গাড়ি উৎপাদনে কারখানা স্থাপন করে।

প্রথম দিকে কারখানাটিতে গাড়ি সংযোজন হলেও পরবর্তী সময় সেখানে বিশ্বমানের এসি ও নন-এসি ধরনের বিলাসবহুল বাস উৎপাদন শুরু করা হয় বলে জানান ইফতেখার আহমেদ।

ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস ১৯৮৫ সাল থেকে দেশে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি ও নন-এসি বাস এবং ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করে আসছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: