নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেন প্রবাসী বাংলাদেশী কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। এতে ফরাসি নাগরিক সহ আরো কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় “কবিতায় আড্ডা” নামে একটি কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের প্লাটফর্ম থেকে। এই প্লাটফর্ম ২০১৯ সাল থেকে বাংলা ভাষার কবিতা, সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ প্রবাসী বাংলাদেশী ও ফরাসিদের মধ্যে তুলে ধরা এবং বাংলা ভাষার চর্চার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে আসছে। এবার ছিল তাঁদের সপ্তদশ তম আয়োজন। ‘কবিতায় আড্ডা’ আয়োজিত “অমর একুশের বাতায়নে জাগ্রত বিশ্ব” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয় গতকাল ২১ ফেব্রুয়ারি প্যারিসের একটি অভিজাত হলে। সহযোগিতায় ছিলেন ‘সাফ’ এর প্রতিষ্ঠাতা জনাব এনকে নয়ন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক ও কবিতায় আড্ডার অন্যতম আয়োজক রাকিবুল ইসলাম। তাঁর বক্তব্যে কবিতায় আড্ডা’র পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশে একুশের বইমেলায় বই প্রদর্শন ও বিক্রয়ে নানা রকম বাধা ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলা একাডেমীকে আরো নিরপেক্ষ ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সম্প্রতি প্রয়াত কবি হেলাল হাফিজ ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা। এছাড়াও প্রবাসে আরো যেসব সংগঠন বাংলা ভাষার সাহিত্য নিয়ে কাজ করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সূচনা বক্তব্যের পর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেন ফরাসি মঞ্চের বিশিষ্ট নাট্যকর্মী ও কবিতায় আড্ডা’র অন্যতম সংগঠক সোয়েব মোজাম্মেল। তাঁর অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠানে চারটি ভাগে কবি ও সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, শিশু শিল্পী ও বিদেশী ভাষার অংশগ্রহণকারীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলা ভাষার কবিতা ও তাঁর ফরাসি অনুবাদ পরিবেশন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হাসনাত জাহান এবং অভিবাসন ও ভাষা গবেষক জিয়াউর রহমান হৃদয়।
কবি ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন কবি বদরুজ্জামান জামান, ছড়াকার লোকমান আহম্মেদ আপন, কবি চৌধুরী রেজাউল হায়দার, মেরী হাওলাদার, সোহেল আহমেদ, কবি ও সংগীত শিল্পী ইসরাত ফ্লোরা। অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিকশিল্পী শম্পা বড়ুয়া, মুনির কাদের, সাইফুল ইসলাম, নাজনীন তানিয়া, আবু বাকের আল আমিন, এন কে নয়ন, অর্পিতা রায়, ইয়াসমিন আক্তার মিলি, ফরাসি নাট্য পরিচালক ডেলফিন, ফ্রান্স ক্রিতির সভাপতি জ্যারমী কর্ডন ও কোষাধ্যক্ষ নীনা কাবানো। শিশু শিল্পী হিসেবে আবৃত্তি করেন ইফাজ ইসলাম, রামিসা বাতুল, আহিলান মজুমদার, আনা ভট্টাচার্য, আর্নল্ড স্তব ও প্রয়াগ রায়। এ সময়ে ভাষা ও সংস্কৃতি নিয়ে আগামী ধারাবাহিক ভাবে কাজ করার জন্য শিশু শিল্পীদের হাতে প্রবীণরা প্রতীকী আলোকবর্তিকা তুলে দেন।
অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী এবং কুমকুম সৈয়েদা। আয়োজন স্থলে প্রবাসী লেখকদের প্রকাশিত বই প্রদর্শনের ব্যবস্থা করা হয়। সবশেষে ভবিষ্যতে প্রবাসে বাংলাদেশীদের মধ্যে বাংলা ভাষার কবিতা ও সাহিত্য নিয়ে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।