শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে ভাষা না জানা নারীকে ধর্ষণ, গ্রেফতার যুবক




বাংলা টেলিগ্রাম প্রতিবেদক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলন্ত মেট্রোর ভেতর এক অভিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে প্যারিসের ১৫ নম্বর অ্যারোন্ডিসমেন্টের Boulevard de Grenelle সংলগ্ন Dupleix মেট্রো স্টেশনের ৬ নম্বর লাইনে। পুলিশ জানিয়েছে, ওই সময় চলন্ত ট্রেনের এক কামরায় অভিযুক্ত যুবক ওই নারীকে ধর্ষণ করে।

নারীটির চিৎকারে আশপাশের যাত্রীরা ছুটে এসে তাকে রক্ষা করে এবং যুবকটিকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে।

প্যারিস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী ফরাসি ভাষা জানেন না এবং তিনি একজন অভিবাসী। তবে তার নাগরিকত্ব বা দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফরাসি সংবাদমাধ্যম BFMTV জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সে ভাষা না জানা অভিবাসী নারীরা চুরি, ছিনতাই, যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনার শিকার হচ্ছেন আশঙ্কাজনক হারে।

একইসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ফ্রান্সে অভিবাসী নারীরা যখন যৌন সহিংসতার শিকার হন, তখন অভিযোগ করতে গিয়ে তারা দ্বিতীয় দফায় হয়রানির মুখোমুখি হন। ভাষাগত প্রতিবন্ধকতা, ভিসা বা বৈধতা নিয়ে ভয় এবং বিচারব্যবস্থার জটিলতা অনেককেই নিরুৎসাহিত করে।

ফরাসি জাতীয় পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ২০২৪ সালেই গণপরিবহনে ৩,৩৭৪টি যৌন সহিংসতার মামলা রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৬ শতাংশ বেশি।

কী বলছে অভিবাসী অধিকারকর্মীরা?

প্যারিসের অভিবাসী সহায়তাকেন্দ্রগুলোর একাধিক সংগঠন দাবি করেছে, অভিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি, তাদের জন্য ভাষাশিক্ষা, আইনগত সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও বাড়ানো দরকার।

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালতে তাকে হাজির করা হবে আগামী কয়েক দিনের মধ্যেই।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: