সাইফুল ইসলাম রনি, প্যারিস:
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘ঢাকা ক্লাব, ফ্রান্স’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল ২০২৫ প্যারিসের লা কর্নভ এলাকায় এক বর্ণাঢ্য বারবিকিউ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ক্লাবটির মূল লক্ষ্য হলো অরাজনৈতিক প্লাটফর্ম হিসাবে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য লালন এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সালের জন্য ক্লাবের ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে যারা রয়েছেন: সভাপতি রানা রহমান, সিনিয়র সহ সভাপতি শেখ চঞ্চল, ও মাহমুদ রেজা আসাদ , সাধারণ সম্পাদক মোঃ কামাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজজামান টিপু , ও রেজাউল রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক মমীন আলী মোড়ল ও হোসেন বেপারী সুজন , প্রচার সম্পাদক মরুফ ফয়সাল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন শামীম শেখ, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, ও বাদশা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক আরিফ রহমান। অতি দ্রুত পূর্নাংঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি ৷
‘ঢাকা ক্লাব, ফ্রান্স’–এর আত্মপ্রকাশকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে ফ্রান্সে বাংলাদেশী সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা রাখবে।