শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :
ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকালে ( ১৭ মার্চ) “জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়”স্মার্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থাপতি শেখ মুজিব” বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা।
পরে রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়াসগ ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত শিশুদেরকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।