ডেস্ক রিপোর্ট :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন এবং বিদেশী এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর দাবিতে নিউইয়র্কে স্মারকলিপি প্রদান করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীরা। শুক্রবার (২৫ এপ্রিল) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ ল’ সোসাইটি ও মদিনা মসজিদের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ হাসান আলী এবং সিলেট টু নিউইয়র্ক চ্যানেলের এমডি খলকু কামাল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুধু সিলেটবাসীর নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। টার্মিনালের নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় প্রবাসীদের ভোগান্তি বাড়ছে। দ্রুত টার্মিনাল নির্মাণ শেষ করে আন্তর্জাতিক এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় দেশে ও বিদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।