শনিবার, ৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

শতাব্দী পরে সেইনে ফিরল সাঁতার: উদ্বোধন আজ




অনুক্ত কামরুল:

প্রায় এক শতাব্দী পর, আজ সাধারণ মানুষদের সাঁতার কাটার জন্য খোলে দেয়া হচ্ছে প্যারিস শহরের ঐতিহাসিক সেইন নদী। ১৯২৩ সালে পানির মান ও নিরাপত্তার কারণে সাঁতার নিষিদ্ধ করা হয়েছিল নদীটিতে। অবশেষে আজ ৫ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত তিনটি নির্ধারিত স্থানে জনসাধারণ সাঁতারের সুযোগ পাবেন।

নিজের ফেরিভাইড ফেইসবুকে ফরাসী প্রেসিডেন্ট ইমসনুয়েল মাখোঁ লিখেছেন ,’ পূর্বসূরী একজন মেয়র স্বপ্ন দেখতেন সেইন নদীতে সবাই সাঁতার কাটবে। একশ বছর পর অলিম্পিকের ও প্যারাঅলিম্পিক শেষে এবার সেইন নদীতেও সাঁতার কাটার সুযোগ হচ্ছে ।’
প্যারিস সিটি কর্তৃপক্ষ ও ফরাসি সাঁতার ফেডারেশন (FFN)-এর যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
১৩ জুন এক ঘোষণায় জানানো হয়—সাঁতারুদের অবশ্যই দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্রেসলেট সংগ্রহ করতে হবে, যা সাঁতারের বৈধতা হিসেবে ব্যবহার হবে।

সাঁতারের স্থানগুলোতে থাকবে ২৭ জন প্রশিক্ষিত লাইফগার্ড ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
ফেডারেশন সভাপতি লাজরেগ বেনেলহাদজ বলেন, “সেইন নদী একটি জীবন্ত জলাধার—এটি সুইমিং পুলের মতো নয়। এখানে সাঁতার কাটা মানে চ্যালেঞ্জ, তাই অতিরিক্ত সতর্কতা জরুরি।”

সাঁতার না জানা মানুষদের জন্য সাঁতার শেখার বিশেষ সেশনও চালু করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন পর পাওয়া এই সুযোগ বিনোদনের পাশাপাশি প্যারিস শহরের জলদূষণ রোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা।
বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ দীর্ঘদিন ধরে প্যারিসে বসবাস করেন। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ।বাংলাদেশের সব জায়গার নদীতে সাঁতার কাটার সুযোগ আছে কিন্তু ঐতিহাসিক সেইনের সেটা নেই। তাই মানুষ আনন্দের সাথে তা উপভোগ করবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি মুহাম্মদ নূর বলেন ,’ঐতিহাসিক একটা মূহুর্তের স্বাক্ষী হতে যাচ্ছি । অনেক প্রবাসী বাংলাদেশী এতে অংশ নিবেন বলে তিনি জানান।

এইড পয়েন্ট এর সর্বাধিকারী ও অভিবাসন পরামর্শক মুহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, “শতবছর পর শহরের বিখ্যাত নদীতে সাঁতার কাটা ও দেখতে হাজারো মানুষ জড়ো হবেন বলে তার বিশ্বাস। ঐতিহাসিক মূহুর্তের স্বাক্ষী হতে দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসবেন। প্রবাসীদের জন্যও এক ইতিবাচক সুযোগ ।সেইন নদীতে সাঁতারের মতো ব্যতিক্রমী এই উদ্যোগে বাংলাদেশীদেরও অংশ গ্রহন করা জরুরি।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: