সাইফুল ইসলাম রনি, প্যারিস,ফ্রান্স:
প্রবাসী বাংলাদেশিদের মাঝে সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির একজন একনিষ্ঠ অনুসারী মো: বাছিত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে সেইন্ট ডেনিসে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টি।
গতকাল ৬ জুলাই (রবিবার) সন্ধ্যায় সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির পাশে, মনোরম পরিবেশে, এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। এতে ব্যক্তিগত বন্ধুবান্ধব সহ ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য রাজনৈতিক সহকর্মি ও নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। তারা আনন্দঘন পরিবেশে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তরিক আলোচনা করেন। যদিও এটি বিএনপির কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না, তবে বিপুল সংখ্যক নেতা কর্মিদের উপস্থিতে ফলে রাজনৈতিক মিলন মেলা ও আড্ডায় পরিনত হয়।
জাতীয়তাবাদী দলের একজন কর্মি হিসাবে মো: বাছিত হোসেনের এ ধরনের আয়োজন দলীয় প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা উপস্থিত সবাই প্রশংসা করেন। আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এ ধরনের মিলনমেলা প্রবাসে পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের বার্তা বহন করে।
মো: বাছিত হোসেন বলেন, এই আয়োজন শুধুই ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রয়াস। তবে, যেহেতু আমি জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারের একজন কর্মি তাই এই বৃহত্তর পরিবারের সবাই কে নিয়ে আনন্দ ভাগাভাগি করাই আমার মুল উদ্দেশ্যে। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় দেশ, জাতি, গণতন্ত্রের দলের প্রশ্নে সচেতন ও দায়বদ্ধ। এছাড়াও তিনি নিখোঁজ এম ইলিয়াস আলিকে গভীরভাবে স্মরণ করে বলেন, “আমরা এখনো তার অপেক্ষায় আছি। তাকে ফিরিয়ে আনা শুধু রাজনৈতিক নয়, সরকারের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র, জনতা এবং রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত অতিথিরা তারেক রহমানের ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করেন এবং জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মো: বাছিত হোসেন সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।