কামরুল ইসলাম বাবু, ইউকে:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক সাধারণ সভা (AGM), লিডারশিপ কনফারেন্স ও মধ্যাহ্ন ভোজ গত ২১ জুলাই ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত বাংলাদেশ সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় কার্ডিফ, সোয়ানসী, নিউপোর্টসহ ওয়েলসের বিভিন্ন শহর থেকে আগত প্রতিনিধি ও সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। যৌথ সঞ্চালনায় ছিলেন ডিভিশনের জেনারেল সেক্রেটারি আনসার মিয়া এবং জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে-র কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার দিলওয়ার আলী।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন হাফিজ তৌয়াহিদুল হক। নাতে রাসূল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন। সভায় বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী এবং বার্ষিক কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি আনসার মিয়া।
বক্তারা আনজুমানের অগ্রযাত্রা, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
প্রেসিডেন্ট: হাফিজ মাওলানা ফারুক আহমদ
ভাইস প্রেসিডেন্ট: আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার ও মাওলানা আব্দুল মুক্তাদির
জেনারেল সেক্রেটারি: আনসার মিয়া
জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মকিস মনসুর
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: মোহাম্মদ আসকর আলী
অর্গানাইজিং সেক্রেটারি: সৈয়দ শামসুল হক রানু
এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি: মাওলানা আসাদুল হক
ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি: শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান
ওয়েলফেয়ার সেক্রেটারি: মোহাম্মদ জহির আলী
মেম্বারশিপ সেক্রেটারি: ক্বারী এম. মোজাম্মেল আলী
কমিটির সদস্যরা হলেন: কাউন্সিলার দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া এবং আলহাজ্ব তৈমছ আলী।
সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। শেষে মধ্যাহ্ন ভোজে মজাদার খাবার পরিবেশন করা হয় এবং সফল সম্মেলন আয়োজনে যারা পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ সভার সমাপ্তি ঘোষণা করেন।